হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ১৯ জুন ২০২৫ – ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে, শারনিয়া কারবালায় এক বিশেষ সম্মিলিত দোয়ার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিতব্য এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আধ্যাত্মিক প্রতিরোধ এবং ইসলামী নেতৃত্ব ও মুজাহিদদের জন্য দোয়া করা।
উল্লেখ্য, ইসলামের বিরোধীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ সমগ্র মুসলিম বিশ্বের ওপর বারবার আঘাত হানার চেষ্টা করছে। এই প্রেক্ষিতে, সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী (মুদ্দাজিল্লাহ), মহান আয়াতুল্লাহ সিস্তানি (মুদ্দাজিল্লাহ) এবং অন্যান্য মহান আয়াতুল্লাহদের (মুদ্দাজিল্লাহুম) সুস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বিশেষ দোয়া করা হবে।
দোয়া মাহফিলে পাঠ করা হবে পবিত্র দোয়া-এ তাওয়াসুল ও দোয়া-এ জাওশানে কাবীর। এতে অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট ওলামা ও মুবাল্লিগগণ, এবং আহ্বান জানানো হয়েছে সকল মুমিন ও মুমিনাতদের প্রতি—এই গুরুত্বপূর্ণ রাতের দোয়ায় শরিক হয়ে ঈমানি ঐক্য প্রদর্শনের জন্য।
কর্মসূচির বিবরণ:
তারিখ: ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
সময়: রাত ৮টা
স্থান: শারনিয়া কারবালা, পশ্চিমবঙ্গ
এই মহতী উদ্যোগের আহ্বায়ক পশ্চিমবঙ্গ শিয়া উলেমা কাউন্সিল এবং শারনিয়া ৭২ শহীদানে কারবালা ওয়েলফেয়ার সোসাইটি। তারা সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি এই গুরুত্বপূর্ণ দোয়া সভায় যোগদান করে ইসলামের শক্তি ও সংহতির প্রমাণ রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আপনার কমেন্ট